থেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন উদ্বোধন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়-এ স্থাপিত
মো. আব্দুল আজিজ থেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট ২০২২) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সৈয়দ মেহদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা.
মোনোয়ারুজ্জামান প্রমুখ। এ সময় বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, মোহরকয়া অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন, মঞ্জিল পুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ সাংবাদিক ইমাম হাসান মুক্তি, বিশিষ্ট সমাজ সেবক ওয়াহেদুজ্জামান সরকার, ইসমাইল হোসেন ভান্ডারিসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব সৈয়দ মেহদী হাসান বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তি, পাঁচ তলা ভবন নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান বলেন, এই থেরাপি সেন্টারে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা ছাড়াও যে কেউ অত্যন্ত কম খরচে সেবা গ্রহণ করতে পারবে।
সাম্প্রতিক মন্তব্য