logo
news image

বিশেষায়িত স্কুল শিক্ষকদের মিলন মেলা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে রাজশাহী বিভাগীয় বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৩) দিনব্যাপী উপজেলার গ্রিন ভ্যালি পার্কে এ মিলন মেলায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মেতালেব সরকার, কুষ্টিয়া ম্যাটসের প্রভাষক ডা. মো. আক্তারুজ্জামান, বাঘা উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর রহমান, রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল আভা প্রমুখ।
প্রত্যেকটি বিশেষায়িত স্কুলকে সরকারিকরণ বা এমপিওভুক্ত করার দাবি জানিয়ে সিমানুর রহমান বলেন, ‘আমরা যে কর্মক্ষেত্রে রয়েছি এখানে আমরা অধিকাংশ সময় হতাশার মাঝে থাকি। এ হতাশা থেকে বের হতে রাজশাহী বিভাগে এই প্রথম আমরা সবাই একত্রিত হয়েছি।’

সাম্প্রতিক মন্তব্য

Top