জাতীয় পর্যায়ে পুরষ্কার জিতলেন লালপুরের প্রতিবন্ধী শিক্ষার্থীরা
লালপুর (নাটোর) প্রতিনিধি
জাতীয় পর্যায়ে পুরষ্কার জিতলেন নাটোরের লালপুরের ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ জুন ২০২৩) ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী ।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ রাজশাহী বিভাগের টীম হিসেবে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ছেলেদের দৌড় প্রতিযোগিতায় উপজেলার জোতদৈবকী গ্রামের আব্দুল হান্নানের ছেলে শ্রাবণ (১২) দ্বিতীয় স্থান, মেয়েদের মহারাজপুর গ্রামের টিয়া (১৩) দ্বিতীয় স্থান, অমরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে ইমন (১৭) তৃতীয় স্থান, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় টিয়া দ্বিতীয় স্থান এবং বল নিক্ষেপ প্রতিযোগিতায় দুড়দুড়িয়ার সিহাবুলের ছেলে নয়ন (২২) তৃতীয় স্থান অর্জন করেন। সারা দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা খেলায় অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক মন্তব্য