logo
news image

প্রতিবন্ধীদের পাশে নাটোরের পৌর মেয়র

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী ইব্রাহিম আলী দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। হাঁটা চলা করতে পারেনা। মাটিতে গড়িয়ে চলে,স্কুলে যায়। যা খুবই কষ্টদায়ক। তার এই অসহনীয় জীবন সহজ সরল করার জন্য একটি ব্যাটারী চালিত চার্জার হুইলচেয়ার প্রদান করলেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর একটার দিকে পৌর চত্বরে এই ব্যাটারি চালিত হুইল চেয়ারটি তার হাতে তুলে দেন পৌর মেয়র। ইব্রাহিম উত্তরা গণভবনের পেছনের চক ফুলপুর গ্রামের শহিদুল ইসলাম এবং কুলসুমা বেগমের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিমের বাবা-মা শিক্ষক এবং পৌর কর্মকর্তা কর্মচারীগণ। ইব্রাহিমের বাবা শহিদুল ইসলাম জানান, জন্মের পর থেকেই ইব্রাহিম নিজ পায়ে দাঁড়াতে পারে না। হাটতেও পারে না। এমনকি ঠিক করে কথা বলতে পারে না। কিন্তু, তার পড়ার ইচ্ছে চরম। দরিদ্র বাবা-মা হওয়ায় তার জন্য কোন গাড়ি বা হুইল চেয়ার ক্রয় করতে পারেননি। তার এই কষ্ট স্পর্শ করেছে নাটোরের মেয়র উমা চৌধুরী জলি কে। তিনি ইব্রাহিমের বাবা শহিদুল ইসলামকে ডেকে হুইল চেয়ার তাদের হাতে হস্তান্তর করেন। ইব্রাহিম এর বাবার শহিদুল ইসলাম মেয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার জন্য দোয়া কামনা করেন। এ সময় উমা চৌধুরী জলি ইব্রাহিম এর মাথায় হাত বুলিয়ে দে তাকে সফল হবার আশীর্বাদ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top