দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৮
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
শনিবার (২২ জুলাই ২০২৩) উপজেলার বিপজ্জনক বাঁক লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের ঠাকুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দুলাল (৪৫), আল মামুন (৩০), টোকন (৫০) কুষ্টিয়া জেলার রেজাউল করিম (৫০), সেলিম (৪৫), রাহেন আলী (৬০), শুকুর আলী (৪৫), শামসুল (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার বিপজ্জনক বাঁক লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের ঠাকুর মোড় নামক স্থানে বাঘা হতে কুষ্টিয়াগামী আম বোঝাই মিনি ট্রাক (রেজি. ঢাকা মেট্রো-২৩-০৮৫৯) এবং লালপুর হতে বাঘাগামী মিনি ট্রাক (রেজি. বগুড়া-ড-১১-১৭০১) আব্দুল্লাহ এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সকাল ১১ টার দিকে ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামস্থ সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাড়ির সামনে উপজেলার নবীনগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাফি (২৫) সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে ঈশ্বরদী হতে নিজ বাড়িতে আসার সময় চার্জার ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সড়ক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য