logo
news image

নলডাঙ্গায় বাস-অটোরিক্সা সংঘর্ষে একই পরিবারের আহত ৬

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা (নাটোর)।  ।  
নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রাণ কোম্পানির নারী শ্রমিক বহনকারী বাসের সাথে একটি অটোরিক্সার সংঘর্ষে একই পরিবাবের ছয় জন আহত হয়েছে। আহতদের দুজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটুল-হাপানিয়া সড়কের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাশঁভাগ গ্রামের ফজলুর রহমানের ছেলে ফয়শাল (২২), তাদের আত্রীয় আতিক (৩০), নিমন (১২), শ্রাবনী (১৭), ফারজানা(১৩), মিম(১৩)। এদের নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অটোচালক আতিক ও ফয়শালের অাশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই ফজলুর রহমানের নিটক আত্মীয়।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী এবং আহতদের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাঁশভাগ গ্রামের ফজলুর রহমানের পরিবারের ৬ জন সদস্য অটোরিক্সা যোগে কেনাকাটা শেষে পাটুল বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে পাটুল-হাপানিয়া সড়কের পশ্চিমপাড়া মোড়ে অটোরিক্সািটিকে প্রাণ কোম্পানির একটি নারী শ্রমিক বহনকারী খালি বাস ধাক্কা দেয়। এতে রিক্সার ছয়জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ফয়শাল ও আতিক কে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, বাসটি জব্দ করে পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমউদ্দিনের হেফাজতে রাখা হয়েছে। বাসের ডাইভার পালিয়ে গেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top