logo
news image

একদিনে চার দুর্ঘটনায় নিহত ৩

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে একদিনে চার দুর্ঘটনায় ৩ জন নিহত আর ৩ আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি ২০২৩) উপজেলার আজিমনগর রেলস্টেশন (গোপালপুর), মোহরকয়া, বাশবাড়িয়া ও লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী রাবেয়া বেগম (৯০), মোহরকয়া গ্রামের আজিত মোল্লার ছেলে ট্রাক্টরের সহকারী চালক (হেলপার) ফরহাদ আলী (১৫) ও হাসবাড়ীয়া গ্রামের গ্রামের বাবলু হোসেনের স্ত্রী সম্মাতুল বেগম (৪০)। আহতরা হলেন, মাধবপুরের ফারুকের স্ত্রী বিউটি (৩০), তার মেয়ে দৃষ্টি (৫) ও কুষ্টিয়া সদরের আলাউদ্দিনের ছেলে আজিম (৫০)।
রোববার (১২ ফেব্রুয়ারি ২০২৩)  দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অসুস্থ বৃদ্ধা রাবেয়া বেগম তাঁর নাতনির সাথে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামী জালসা শুনতে যান। জালসা শেষে ভুল করে ওই বৃদ্ধাকে রেখে তাঁর নাতনি বাড়ি চলে যায়। পরে ওই বৃদ্ধা রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান বলেন, ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  
ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামের ঝাঁওতলা এলাকায়  কাজে যাওয়ার সময় ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে গেলে হেলপার ফরহাদ আলীর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাক্টরের চালক মাধবপুর ঠাকুর মোড় এলাকার ছবির মোল্লার ছেলে মো. তসলিম উদ্দিন (২০) ঘাতক ট্রাক্টরসহ দ্রুত পালিয়ে যান।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জজামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসবাড়ীয়া গ্রামের রাস্তায় ইট বোঝায় একটি পাওয়ার ট্রলি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় সম্মাতুল বেগমকে ওই ট্রলি ধাক্কা দিলে ঘটনায়স্থলে মারা যান।
লালপুর থানার আব্দুলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হীরেন্দ্রনাথ প্রামানিক বলেন,
ঘাতক ট্রালিসহ চালক নয়ন আলীকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার মাধবপুরের ফারুকের স্ত্রী বিউটি (৩০), তার মেয়ে দৃষ্টি (৫) ও কুষ্টিয়া সদরের আলাউদ্দিনের ছেলে আজিম (৫০)। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top