logo
news image

লালপুরে পবিস লাইনম্যানদের হেলমেট প্রদান

প্রতিনিধি, নাটোর (লালপুর)
মোটর সাইকেল দুর্ঘটনা রোধে নাটোরের লালপুর জোনাল অফিসের সকল লাইনম্যান ও জুনিয়র ইঞ্জিনিয়ারগণকে হেলমেট প্রদান করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল ২০২১) পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. মমীনুল  ইসলামের নির্দেশনায় লালপুর জোনাল অফিসের অধীন ১৫ জন লাইনম্যান, ও জুনিয়র ইঞ্জিনিয়ারসহ মোট ১৮ জনকে হেলমেট প্রদান করা হয়।
 নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান পবিস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কর্মীদের হেলমেট প্রদান করায় বিদ্যুৎ গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং মোটরসাইকেল দুর্ঘটনা রোধে লাইনম্যানরা নিরাপদ থাকবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ২০২১ উপজেলার লালপুর-মোহরকয়া বাজার সড়কে দুলাল ভান্ডারির বাড়ির সামনে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালপুর পবিসের লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলাম (৪৫) নামে একজন নিহত হন। আরেক বিদ্যুৎ কর্মী জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন।

সাম্প্রতিক মন্তব্য

Top