দুর্ঘটনা থেকে রক্ষা পেল সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১০ ইঞ্চি পরিমাণ রেললাইন ভাঙ্গা থাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ২০২২) উপজেলার মানিকহার রেলওয়ে সেতুর নিকট বাকলিং জনিত সমস্যায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে গার্ড আবু আজিমুল হোসাইন বলেন, ডাউন-৭৬২ সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সকাল ৬.৪০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। আজিমনগর স্টেশন ৭.৩২ মিনিটে পার হওয়ার পর স্থানীয়দের ট্রেন থামানোর জন্য নির্দেশ দেখতে পান। ইতিমধ্যে রেলকন্ট্রোল রুম থেকে চালক ও এটেনডেন্টকে মোবাইলে সতর্কতা বার্তা দেন। খুলনা থেকে ২১৩/২ কিলোমিটার সংলগ্ন ২১৫ নং রেলসেতুর কাছে পৌঁছলে ট্রেনটি থামানো হয়। সেখানে ৯ ইঞ্চি পরিমাণ রেললাইন ভাঙ্গা ছিল। সেখান থেকে ৭.৪২ মিনিটে রওনা হয়ে পেছনের আব্দুলপুর জংশন স্টেশনে ৮.৩৫ মিনিটে পৌঁছায়। এরপর অপর লাইনের মাধ্যমে ৯.২০ মিনিটে খুলনার উদ্দেশ্যে আবার যাত্রা করে। এ সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
আজিমনগর রেলস্টেশনের দোকানী মো. আলম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খুলনার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। কিছুক্ষণ পর আবার পেছনের স্টেশন আব্দুলপুরের দিকে ফিরে যায়। তার পর অন্য লাইন দিয়ে পৌনে ১০টার গন্তব্যে ছেড়ে যায়। পরে জানতে পারেন- বিরাট দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পেয়েছে। তিনি বলেন, এই স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় মানুষের খুব অসুবিধা হচ্ছে। দ্রুত লোক নিয়োগ করে স্টেশনের কাযক্রম চালুর দাবি জানান তিনি।
রেলওয়ে (পশ্চিম) পাকশীর বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, স্থানীয় ও কন্ট্রোল রুমের মাধ্যমে রেল লাইন ভাঙ্গার খবর পেয়ে ঈশ্বরদী থেকে মেরামতকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ বলেন, আজিমনগর স্টেশনের সিগনাল কার্যক্রম বন্ধ থাকায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল থেকে আব্দুলপুর জংশন স্টেশনে ফিরে আসে। পরবর্তীতে অন্য লাইন ৯.২০ মিনিটে খুলনার উদ্দেশ্যে আবার ছেড়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, ট্রেন চলার সময় লাইনের সাথে চাকার ঘর্ষণের ফলে উত্তাপে দৈর্ঘ্য প্রসারণের কারণে রেললাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার সম্ভবনা থাকে। তাই পর পর দুইটি লাইনের জোড়ার মাঝে নির্দিষ্ট ফাঁক পরীক্ষা করা হয়ে থাকে। এটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই এলাকায় এটি প্রথম ঘটেছে। এতে আতংকিত হওয়ার কিছু নেই বলে তিনি জানান।
উল্লেখ্য, জনবল সংকটের অজুহাতে গত ২২ আগস্ট ২০২২ পঞ্চম বারের মতো আজিমনগর রেল স্টেশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। স্টেশনটির লাইনগুলো সরাসরি আব্দুলপুর জংশন এবং ঈশ্বরদী জংশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। নির্ধারিত যাত্রাবিরতি করা ট্রেনে দায়িত্বরত কর্মকর্তাদের তত্ত্বাবধানে স্টেশনে যাত্রী ওঠা-নামা করছেন। যাত্রিরা সংশ্লিষ্ট স্টেশন থেকে টিকিট সংগ্রহ করছেন।
সাম্প্রতিক মন্তব্য