logo
news image

১৩ মাসে ১২ বার শ্রেষ্ঠ ওসি সেলিম রেজা

নিজস্ব প্রতিবেদক।।
আবারো বগুড়ার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি সেলিম রেজা। বগুড়ায় ১৩ মাসে ১২বার শ্রেষ্ঠ ওসি সদর থানার সেলিম রেজা।
সোমবার (৯ মে ২০২২) সকালে জেলা পুলিশ লাইন্সে  মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন। একই সময় শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার।
থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ফেব্রুয়ারি মাসে বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাঁকে নির্বাচিত করেন এবং শ্রেষ্ঠত্ব ক্রেষ্ট ও সনদ পুরস্কার প্রদান করেন।
এই নিয়ে পুলিশের এ কর্মকর্তা সেলিম রেজা বগুড়া সদর থানায় গত  বছরের ২৯ মার্চ যোগদানের  পর থেকে গত ১৩ মাসে ১২বার জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন। এছাড়া তিনি রাজশাহী রেঞ্জে তিনবার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পান।
ওসি সেলিম রেজা বলেন, আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ সদর থানা পুলিশের সব সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।  
তিনি আরো বলেন, যেকোনো পুরস্কারই ভালো কাজে উৎসাহ জোগায়। আমাকে এ সম্মানে ভূষিত করার জন্য পুলিশ সুপার স্যারসহ ঊর্ধ্বতন সব কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার কর্মস্থল সদর থানার সকল বাসিন্দার কাছে দোয়া চাচ্ছি- আগামীতেও আরো ভালো দায়িত্ব পালনের মাধ্যমে যেন সদর থানার নাম সমুজ্জ্বল রাখতে পারি।
উল্লেখ্য, ২০০০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেয়া সেলিম রেজা বগুড়া সদর থানার আগে নাটোরের গুরুদাসপুর, লালপুর এবং বরিশালের কাউনিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top