সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থীদের সাথে ডিসি-এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আছলাম।
উপস্থিত ছিলেন, লালপুরের সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব প্রমুখ।
এ সময় রিটার্নিং কর্মকর্তা, চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
প্রার্থীরা নির্বাচনের প্রেক্ষাপট, সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন। তাঁরা নিয়ম মেনে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে সবার জন্য প্রচারণায় সবার সমান অধিকার নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠানের দাবি জানান।
পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, নির্বাচন নিরপেক্ষ করতে কোন আপোষ নাই। জনগনের ইচ্ছে মতো ভোট প্রদানের অধিকার নিশ্চিত করা হবে। যদি কেউ ভাবেন ঘুমিয়ে ঘুমিয়ে ভোট কাটবো একটা ভোটের গায়েও হাত দিতে দিবো না। এটা আমাদের কমিটমেন্ট। লালপুরে শতভাগ নিরপেক্ষ, অবাধ, সুষ্ট ও গ্রহযোগ্য নির্বাচন আমরা অনুষ্ঠান করবো। যদি কেউ এটার ব্যার্তয় ঘটাতে চায় আমরা তাদের ছাড়বো না। একটা কেও ছাড়বো না। আমাদের যে প্রস্তুতি আছে এটা ভাঙ্গার ক্ষমতা কারো নাই। নাটোর সদর ও বড়াইগ্রামের চেয়ে শক্ত নির্বাচন লালপুরে হবে। আমরা যা বলেছি তা বাস্তবায়ন করবো।
জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ বলেন, নির্বাচন আচরণবিধি মোতাবেক নির্বাচনী প্রচারণা যাতে সবাই করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা কেন্দ্র দখলের কথা ভাবছেন, স্বপ্নেও ভাবতে পারবেন না আমরা ঐ হাত ভেঙ্গে দেবো। যারা বাড়িতে বসে দিবা স্বপ্ন দেখছেন যে বাড়িতে বসেই পাশ করবো। তাদের অনুরোধ করবো আজ থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন না হয় বসে যাবেন। এই লালপুরে নির্বাচন হবে অবাধ, সুষ্ট ও গ্রহনযোগ্য। সুষ্ট, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের দায়িত্ব পালন করছি।
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২১ জন ও সাধারণ সদস্য পদে ৪১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট কেন্দ্রের সংখ্যা ৯৩টি। মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১ লাখ ৪০৩ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ১৯২ জন।
সাম্প্রতিক মন্তব্য