logo
news image

লালপুরে গ্রাম পুলিশ প্রশিক্ষণ সমাপনী

প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ‘আইন-শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা’ শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন ২০২১) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়াম্যান মো. ইসাহাক আলী।
প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আকতার, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার (১৪ জুন ২০২১) প্রশিক্ষণের উদ্বোধন করেন, নাটোর জেলা প্রশাসক (ডিসি) মো. শাহরিয়াজ। আরো সংযুক্ত হন, নাটোর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম রাব্বী, পিএএ।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা-এর সহযোগিতায় এবং লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় ৯৮ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top