logo
news image

লালপুরে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
‘বাংলাদেশ এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’-এই প্রতিবাদ্যকে সামনে রেখে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ ২০২১) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য  শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠ চত্বরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম সাহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কবির চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ৩২টি স্টল স্থান পেয়েছে ।

সাম্প্রতিক মন্তব্য

Top