logo
news image

লালপুরে বীজ ও ভ্যানগড়ি বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার ৭৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ৪ কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি ডিওপি সার ও ৫কেজি এমওপি সার বিতরণ করেন। এর আগে সমাজসেবা উদ্যোগ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ২ জনকে ২টি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. মোতালেব সরকার, সুপারভাইজার  ফজলুর রহমান  প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top