লালপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক। ।
'সুখী ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে উৎপাদনশীলতা' প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২ অক্টোবর) লালপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। নর্থ বেঙ্গল সুগার মিলস-এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউএনও উম্মুল বানীন দ্যুতি।
আলোচনা সভায় বক্তব্যে বলেন, জাতীয় উৎপাদনশীলতা দিবস বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সকল খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। এজন্য জনগণের মধ্যে এ বিষয়ে সচেতনতাবোধ সৃষ্টি করা প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি এবং সামাজিক সূচকসমূহের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেছে। দেশের অর্থনৈতিক উন্নতি ও টেকসই উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি করা জরুরি।
সাম্প্রতিক মন্তব্য