লালপুরে প্রকাশ্যে পদ্মা নদীর কচ্ছপ বিক্রি
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে কচ্ছপ ধরে প্রকাশ্যে বাজারে বিক্রি করছেন জেলেরা।
মঙ্গলবার (১ জুন ২০২১) দুপুরে লালপুর হলমোড়ে একটি কচ্ছপ বিক্রি করতে দেখা যায়। উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা রবিন আলী কচ্ছপটি বিক্রি করতে লালপুর বাজারে নিয়ে আসেন। সবুজ রঙয়ের কচ্ছপটির ওজন প্রায় দুই কেজি। দুই’শ টাকায় এক চর্মকার কিনে নেন কচ্ছপটি।
রবিন আলী জানান, সকালে পদ্মায় মাছ ধরতে গেলে পদ্মার পাকশী হার্ডিঞ্জ ব্রীজ এলাকায় জালের সাথে কচ্ছপটি উঠে আসে। এ ধরণের জলজ প্রাণী শিকার করা দন্ডনীয় অপরাধ বিষয়টি জানতে চাইলে রবিন জানান, এ ব্যাপারে তার জানা নাই।
উপজেলা বনসম্পদ বিষয়ক কর্মকর্তা জাহিদুল ইসলাম এ ব্যাপারে বলেন, এই উপজেলায় এ ধরনের প্রাণী শিকার করার মতো ঘটনা আমার কর্মকালীন সময়ে আগে ঘটেনি। আগামীতে জেলেসহ সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা হবে।
কচ্ছপ এক ধরনের সরীসৃপ উভয়চর প্রাণি। যারা জল এবং ডাঙা দুই জায়গাতেই বাস করে। এদের শরীরের উপরিভাগ শক্ত খোলসে আবৃত থাকে যা তাদের শরীরকে বিভিন্ন পরিস্থিতিতে রক্ষা করে। কচ্ছপ পৃথিবীতে প্রাচীন প্রাণীদের মধ্যে অন্যতম। বর্তমানে কচ্ছপের প্রায় ৩০০ প্রজাতি পৃথিবীতে রয়েছে, এদের মধ্যে কিছু প্রজাতি মারাত্মকভাবে বিলুপ্তির পথে রয়েছে। বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়ায় আহার্য হিসেবে গ্রহণের কারণে এটি বিলুপ্তির পথে। কচ্ছপ বিভিন্ন পরিস্থিতিতে নিজের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা পরিবর্তন করতে পারে। সাধারণত এ ধরণের প্রাণীদের ঠান্ডা-রক্তের প্রাণী বলে অভিহিত করা হয়। কচ্ছপের অনেক প্রজাতি পানিতে বা পানির আশেপাশে বাস করলেও এরা ডাঙায় ডিম ছাড়ে। কচ্ছপ (Tortoise) Testudines বর্গের অন্তর্গত ডাঙ্গায় বসবাসকারী সরীসৃপ। এদের দেহ খোলসদ্বারা আবৃত থাকে। খোলসের উপরের অংশকে ক্যারাপেস এবং নিচের অংশকে প্লাসট্রন বলে। এরা কয়েক সেন্টি মিটার থেকে ২ মিটার পর্যন্ত বড় হতে পারে। এরা সাধারণত দিবাচর প্রাণী তবে তাপমাত্রার উপর নির্ভর করে তারা গোধূলীতেও সক্রিয় হয়ে থাকে। তারা সাধারণত দলবদ্ধ প্রাণী নয় এবং একাকি জীবন যাপন করে থাকে।
সাম্প্রতিক মন্তব্য