খাস পুকুর দখলের জেরে সংঘর্ষ
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুরে খাস পুকুরের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ জুলাই ২০২১) উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরপাড়া গ্রামে সরকারী খাস পুকুরের ভোগ-দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সাহাবুল ও বাদশার লোকজনের মধ্যে শত্রুতা চলছিল। শুক্রবার বাদশার লোকজন অতর্কিতভাবে সাহাবুলের লোকজনের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আহত মোছা.বিথী বেগমকে (৩০) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মো. জিয়া রহমান (৩৫) ও রফিকুল ইসলাম গাইসাকে (৫৫) রাজশাহী মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, হাসমত আলী (৫০), ইব্রাহিম খলিল (৪৯), খায়বর আলী (৫০), মজিদুল ইসলাম (৩২), বজলুর রহমান (৫৫), সাহিন আল (২৮), মাজদার হোসেন (৪৭), তালেব আলী (৪২), শহিদুল ইসলাম (২৬), লালন আলী (২৮), সেলিম রেজা (৩০) ও রাজন আলীকে (২৭) আটক করে থানা নিয়ে আসে।
লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকতা রুহুল আমিন বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। একটি রান্না ঘরের আগুন নিয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য