লালপুরে অবৈধ টাকার ভাগাভাগি নিয়ে মারপিট আহত ৬
নিজস্ব প্রতিবেদক। ।
নাটোরের লালপুরে ইমুর মাধ্যমে প্রতারনা করে টাকা আদায়ের ভাগাভাগি নিয়ে দু’পক্ষের মারপিটে মহিলাসহ ৬ জন আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, লালপুরের নাগশোষা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে অপু (২০) ও আমির হোসেনের ছেলে হাসিব (২১) এর মধ্যে ইমু প্রতারনার মাধ্যমে টাকা আদায় করে তা ভাগাভাগি নিয়ে বেশ কয়েক দিন যাবত দ্বন্দ চলে আসছে। এর জের ধরে তাদের মধ্যে বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টার দিকে মারপিটের ঘটনা ঘটে। এ সময় উভয় দু’গ্রুপের মহিলাসহ ৮ জন আহত হয়। আহত নাগশোষা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মান্নান ( ৩৪), মসলেমের ছেলে মোয়াজ্জেম (৩৭), সাজদারের ছেলে শামীম (২২), মৃত মনিরের ছেলে আমির (৬৫) মহারাজপুর গ্রামের মকসেদের ছেলে রিপন (৩৪) ও তার স্ত্রী তানিয়া (২৬) কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পক্ষ রামদা, গিয়ার রড়, হাসুয়াসহ দেশী অস্ত্র বের করে মহড়া দিলে গ্রামের মধ্যে আতংক সৃষ্টি হয়।
এ ঘটনায় উভয় পক্ষ লালপুর থানায় অভিযোগ করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। স্থানীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সঠিক তথ্য উদঘাটন করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সাম্প্রতিক মন্তব্য