logo
news image

বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া।  ।  
কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্য বিবাহ পড়ানোর অপরাধে আনোয়ার হোসেন কাজীকে এক বছর কারাদন্ড, মেয়ের বাবা  কালাম শেখকে ২০ হাজার,  মেয়ের চাচা রিপনকে   ১০ হাজার ও  ছেলের চাচা  রাজ্জাক সর্দার কে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মিয়ার ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদান করে। এ সময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবে না বলে মেয়ের মা মুচলেকাও প্রদান করেন।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া জানান, ভেড়ামারা উপজেলার পাম্প হাউস মডেল পাড়া এলাকার নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে। এ অভিযোগে আনোয়ার হোসেন কাজীকে ১বছর কারাদন্ড, মেয়ের বাবা  কালাম শেখকে ২০ হাজার,  মেয়ের চাচা রিপনকে   ১০ হাজার ও  ছেলের চাচা  রাজ্জাক সর্দার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top