শুভ জন্মদিন চেয়ারম্যান ইসাহাক আলী
আনোয়ারা ইমাম শেফালী :
নাটোরের লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলীর ৫৩তম জন্মদিন রোববার (১১ জুলাই ২০২১)। শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিন্দন।
নাটোরের লালপুর উপজেলা পরিষদের (২৫/০৪/২০১৯-বর্তমান) পঞ্চম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মো. ইসাহাক আলী। তিনি ১৯৬৮ সালের ১১ জুলাই চিকাদহ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মো. নছির উদ্দীন মন্ডল ও মাতা মোছা. সফুরা বেগম। স্ত্রী শর্মিলা আক্তার। তাদের সন্তান ইফশিতা তাহসিন স্পৃহা।
মো. ইসাহাক আলী গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, সালামপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এসএসসি, আব্দুলপুর সরকারি কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বিষয়ে বিএসএস (সম্মান) ও ১৯৮৯ সালে এমএসএস ডিগ্রী অর্জন করেন।
তিনি ১৯৮২ সালে তিনি আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরায়ার্দী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও ১৯৯০ সালে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০০২ সাল থেকে তিনি লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ১৯৯৭, ২০০৩ ও ২০১৬ সালে তিন মেয়াদে আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেন। ২০১৯ সালের ১০ মার্চ নির্বাচনে তিনি লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
তিনি ২০০৩ সালে কেয়ার বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় সরকারিভাবে ভারত সফর করেন। ২০০৫-২০০৬ সালে নাটোর রোটারী ক্লাবের সভাপতি নির্বাচিত হন। ২০১৭ সালে ওমরাহ পালন করেন। ২০১৮ সালে ওকাইয়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের আমন্ত্রণে জাপান সফর করেন। ১৯৯৭ সালে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য পদ লাভ করেন। তিনি সালামপুর গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশ্ব সাহিত্য কেন্দ্র সালামপুর শাখার প্রতিষ্ঠাতা সংগঠন ও অনিয়মিত পত্রিকা ‘আলোর পাখি’র সম্পাদক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সাম্প্রতিক মন্তব্য