লালপুরে রাস্তার কাজের উদ্বোধন
প্রতিনিধি, নাটোর (লালপুর)
নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের আরএন্ডএইচ পালিদহ গফুর মোড় হতে আক্কাস মোড় (পালিদহ জয় চেয়ারম্যানের বাড়ি-কেন্দ্রীয় জামে মসজিদ ভায়া আক্কাস মেম্বর) রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল ২০২১) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে ৬৮ লাখ ৪৩ হাজার ২৪৯ টাকা ব্যয়ে ১০০০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাওছার, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরে আলম সিদ্দিক, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, রাজনীতি করতে এসে শিখেছি নিজের খেয়ে অন্যের উপকার ও কাজ করতে হয়। এটা শিখেছি রাজনীতিতে টাকা লাগে এটা আমি বিশ্বাস করি না। বঙ্গবন্ধুর চেতনা নিয়ে রাজনীতি করি।
তিনি বলেন, বাবার চার থেকে পাঁচ’শ বিঘা জমি ছিল রাজনীতি করতে এসে অনেক জমি বিক্রি করেছি। কিন্তু জনগণের কাছ থেকে দূরে সরে যায়নি। আমি চাঁদাবাজি বুঝি না। এই জনপদের রিকশা- মোটর গাড়ি-অটোরিকশার চাঁদা বন্ধ করেছি। এখন আর স্কুল কলেজের চাকুরী নিতে জমি বিক্রি করতে হয় না।
সাম্প্রতিক মন্তব্য