আখচাষীদের সাথে মতবিনিময়
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ সরবরাহের লক্ষ্যে অবৈধ যন্ত্র চালিত মাড়াইকল দমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আখচাষীদের সাথে এ সভার আয়োজন করে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড কর্তৃপক্ষ।
যুগ্ম সচিব ও বিএসএফআইসি পরিচালক ( সিডিআর) পুলক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের ভূঁঞা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
প্রধান অতীতের বক্তব্যের ডিসি বলেন, এই বৃহৎ শিল্প আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান রক্ষার্থে আপনাদেরকে প্রথম এগিয়ে আসতে হবে। আখের অভাবে এই মিল বন্ধ হয়ে যাক তা কারো কাম্য নয়। তিনি বলেন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আপনাদের নিকট এই মিলে ২ লাখ মেট্রিক টন আখের প্রয়োজন। এই মিল এলাকায় প্রায় ১৫ হাজার আখচাষী রয়েছে । অথচ এই মিল এলাকায় ৪১০টি যন্ত্র চালিত মাড়াইকল বসিয়ে আখ মাড়াই করেন কিছু অসাধু ব্যক্তিরা । আমরা তাদেরকে আগে থেকে সতর্ক করতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধ্যাদেশ জারি অনুসারে মিল জোন এলাকায় কোন প্রকার যন্ত্র চালিত পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই করা যাবে না। যদি সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্ত্র চালিত পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াইয়ে লিপ্ত থাকেন তাহলে রাষ্ট্রের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক মন্তব্য