logo
news image

লালপুরে ১২৩টি সংযোগ বিচ্ছিন্ন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের আওতাধীন ১২৩ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি ২০২২) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিস সূত্রে জানা যায়, লালপুর জোলাল অফিসের আওতার বিভিন্ন এলাকা সমূহে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। লক্ষনীয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকায় গ্রাহকদের মাঝে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের তৎপরতা দেখা যাচ্ছে।
লালপুর জোনাল অফিসের আওতায় গোপালপুর পৌর এলাকাসহ চকনাজিরপুর, কেশবপুর, ভুইয়াপাড়া, বিরোপাড়া, নবীনগর, মোমিনপুর, মোহরকয়া, বিলমাড়িয়া,  এলাকার গ্রাহকদের বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করা হয়। সোমবার ১২৩ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।  টীম লিডারগণের চৌকস মোটিভেশনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই সাফল্য টীমের সকল মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগনের সাহসী ভুমিকায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
লালপুরে পবিস-এর অধীন ৩০০.৩১ বর্গ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়িত ২ হাজার ১৭টি গ্রামে লাইন রয়েছে ৯৬৫ কিলোমিটার। ২০২০-২০২১ অর্থ বছরের ৭০ হাজার ৬০৯ জন গ্রাহকের বিল ৩৬ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ২৫৭ টাকা। আদায়ের হার ৯৮.৮৬% এবং চলতি বছরের ডিসেম্বরে মাস পর্যন্ত সিস্টম লস ৭.৮৭%।
লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব রেজাউল করিম খান বলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সুযোগ্য জেনারেল ম্যানেজার জনাব মোঃ মোমীনুল ইসলাম মহোদয়ের নির্দেশনা মোতাবেক কেপিএ লক্ষমাত্রা অর্জনে বকেয়া বিলের জন্য এই বিচ্ছিন্ন অভিযান অব্যহত থাকবে। তিনি বলেন সরকারি বিদ্যুৎ সেবা পেতে হলে অবশ্যই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। গত ডিসেম্বর/২০২১ মাসে অত্র জোলাল অফিসে মোট বকেয়ার পরিমাণ ১ কোটি ৫৫ লাখ ৭২ হাজার ৭২৮ টাকা। একাধারে ৯০ দিনের উর্ধ্বে বকেয়া গ্রাহকের সংখ্যা ১ হাজার ৬৫১ জন এবং বকেয়া টাকার পরিমান ৪৬ লাখ ১৩ হাজার ৯৮৩ টাকা। ডিসেম্বর/২০২১ মাসে বকেয়ার জন্য মোট ৫৪৩ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ২৯২ টি পূন:সংযোগ হয়েছে। চলতি জানুয়ারি/২০২২ মাসে এ পর্যন্ত মোট ৩১০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রাহক বকেয়া বিল পরিশোধ করে পূনধসংযোগের আবেদন করলে দ্রুত সংযোগ প্রদান করা হচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য

Top