লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ২০২৩) লালপুর পাবলিক লাইব্রেরি ও প্রাকীর্তি ফাউন্ডেশনের কর্ণধার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবিরের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, বিভিন্ন দপ্তর প্রধান, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, বিদ্যালয়ের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমজাদ হোসেন, আমিনুল ইসলাম টমি, সুলতানুজ্জামান টিপু, আশরাফুল ইসলাম লুলু, শামসুজ্জোহা, আনোয়ারুল ইসলাম, গনেষ চন্দ্র দাস, নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পরিচালকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করেন লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি মো. আবদুল ওয়াদুদ ও সঞ্চালনা করেন মো. আরিফুল ইসলাম।
লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় রয়েছে- সাংস্কৃতিক সন্ধ্যা, কবিতা আবৃত্তি ও মঞ্চ নাটক প্রদর্শনী, চিত্রাঙ্কন, দেশের গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, বিতর্ক প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগীদের পুরস্কার, বীর মুক্তিযোদ্ধা আদম আলী বৃত্তি ও সনদ প্রদান, লালন সংগীত, লোক সংগীত ও র্যাফেল ড্র। এ ছাড়া রয়েছে প্রতিদিন বিকেল ৪টা থেকে বাঙালির ঐতিহ্যের খেলা।
সাম্প্রতিক মন্তব্য