মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড বিতরণ
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১৮৬ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর ২০২২) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত গানের গীতিকার নাটোর জেলার একমাত্র শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা, বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত শিশু সাহিত্যিক আখতার হুসেন বলেন, স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের মুক্তিযোদ্ধাদের প্রযুক্তির আওতায় আনা হয়েছে।
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন বলেন, স্বতন্ত্র ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড মুক্তিযোদ্ধাদেরকে আরও সম্মানিত করেছে।
এ সময় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০০জন চাষীকে বিনামূল্যে ৬০ কেজি নাবী পাট বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করেন।
এছাড়া রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও বর্ষা প্লাবিত প্লাবন ভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ চত্বরে অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি।
সাম্প্রতিক মন্তব্য