logo
news image

প্রথম সাময়িক পরীক্ষার হয়নি ১০৭ বিদ্যালয়ে

বোয়ালখালী উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (২২এপ্রিল) প্রথম সাময়িকের ইংরেজি পরীক্ষার কথা থাকলেও তা হয়নি। ইংরেজি পরীক্ষা বদলে চারু ও কারুকলা, সঙ্গীত, শারীরিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সময় মতো ইংরেজি প্রশ্নপত্র ছাপা না হওয়ায় বিদ্যালয়ে প্রশ্নপত্র সরবরাহ করা যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রথম সাময়িক পরীক্ষার সময়সূচি অনুযায়ী প্রথমদিন রোববার ইংরেজি পরীক্ষা ছিলো।
অভিভাবকরা জানান, ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ে গিয়ে এ বিষয়টি জানতে পারি। যথা সময়ে পরীক্ষা ফি দিয়েছিলাম বিদ্যালয়ে এরপরও নাকি প্রশ্নপত্র ছাপা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা বলেন, প্রশ্নপত্রের চাহিদা অনুযায়ী শিক্ষা অফিসের অনুকূলে ব্যাংকে টাকা জমা দিয়েছি। এরপরও যথা সময়ে প্রশ্নপত্র না পাওয়া ইংরেজি পরীক্ষা নিতে পারছি না।
উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল বলেন, ‘ইন্টারনেটে প্রশ্ন পত্রের নমূনা পাঠাতে দেরি করায় প্রশ্নপত্র ছাপানো যায়নি। সারা বাংলাদেশে একই চিত্র।’ রোববারের ইংরেজি পরীক্ষা আগামী ২৪ এপ্রিল ও অন্যান্য পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক মন্তব্য

Top