logo
news image

চিনি শিল্প রক্ষার্থে নর্থ বেঙ্গল সুগার মিলে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক।।
চিনি শিল্প রক্ষার্থে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেটে শনিবার (২৮ নভেম্বর ২০২০) সকাল ১১ টায় মানববন্ধন করেন সুগার মিলের শ্রমিক -কর্মচারী ও আখচাষী সমিতি।
নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নে সভাপতি গোলাম কাওছারের সভাপতিত্বে ও সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সম্পাদক শ্রী সুকুমার সরকার, বাংলাদেশ আখচাষী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল, মাষ্টার মতিউর রহমান, আব্দুর রব ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক -কর্মচারী নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, কোন চিনিকল বন্ধ করতে দেওয়া হবে না। ১৫টি চিনিকল রক্ষা, শ্রমিকের বকেয়া বেতন পরিশোধসহ দ্রুত চিনিকল চালু না হলে বৃহত্তম আন্দোলন কর্মসূচী দেওয়াসহ প্রয়োজনে রেলপথ-রাজপথ অবরোধের কথা জানান তারা।
এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীসহ আখচাষীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top