নাটোরে স্কুল ব্যাংকিং কন্ফারেন্স উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক। ।
নাটোরে স্কুল ব্যাংকিং কনফারেন্সে বক্তারা বলেছেন, দেশে ইতোমধ্যে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী স্কুল ব্যাংকিং এর আওতায় হিসাব খুলেছে যেখানে সঞ্চয়ের পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। এই ধারাকে আরো গতিশীল করে ছাত্রদের সঞ্চয়ী করে স্বাবলম্বী করতে প্রতি বছরের ন্যায় এবারেও নাটোর স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক এ.কে.এম ফজলুল হক। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধে বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চলের জোনাল প্রধান মোস্তাফিজুর রহমান, প্রাইম ব্যাংক নাটোর শাখার ব্যবস্থাপক ওবায়দুল হক মিলনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ছাত্রদের সঞ্চয়ী হওয়ার জন্য ব্যাংক হিসাব খোলার পরামর্শ দেন। সম্মেলনে জেলার ২৫ টি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া এ উপলক্ষ্যে স্কুল ব্যাংকিং মেলায় জেলার ২৫ টি ব্যাংকের ষ্টল অংশ নিয়ে শিক্ষার্থীদের হিসাব খোলার ব্যাপারে পরামর্শ ও সহায়তা প্রদান করছেন।
সাম্প্রতিক মন্তব্য