logo
news image

ভোজ্যতেলের দাম রমজান উপলক্ষে কিছুটা বাড়বে

দেশে চাহিদা তুলনামূলক কম থাকায় দীর্ঘদিন ধরে স্থিতিশীল রয়েছে ভোজ্যতেলের বাজার। প্রায় এক মাস ধরে সবচেয়ে বেশি বিক্রীত ভোজ্যতেল পাম অয়েল মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫৫০ টাকায় লেনদেন হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার নিম্নমুখী থাকায় দেশের বাজারেও পণ্যটির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তাদের মতে, চৈত্রসংক্রান্তির পর বিক্রি বাড়লে পণ্যের দাম বাড়তে পারে। বিশেষ করে রমজান উপলক্ষে দাম কিছুটা বাড়বে।

খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস ধরে পাইকারি পর্যায়ে ভোজ্যতেলের দাম বাড়েনি। গতকাল পাইকারি পর্যায়ে নগদ পরিশোধের চুক্তিতে প্রতি মণ পাম অয়েল বিক্রি হয়েছে ২ হাজার ৫৫০ টাকায়। ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে (ডিও বা এসও) পর্যায়ে প্রতি মণ পাম অয়েল লেনদেন হয়েছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫২০ টাকায়। এছাড়া সুপার পাম অয়েল মণপ্রতি ২ হাজার ৬৮০ টাকা এবং সয়াবিন ৩ হাজার ১৫০ টাকায় লেনদেন হয়েছে।

ব্যবসায়ীরা জানান, বিক্রি কম থাকায় দীর্ঘদিন ধরে সয়াবিন তেল ৩ হাজার ১২০ থেকে ৩ হাজার ১৫০ টাকায় লেনদেন হচ্ছে। সুপার পাম ও সয়াবিনের ডিও নগদে লেনদেনের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে।

তারা জানান, শীত মৌসুম শেষ হওয়ায় পাম অয়েলের চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়ার কথা ছিল। তবে আন্তর্জাতিক বাজারে সব ধরনের ভোজ্যতেলের বুকিং দর কমেছে। এ কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়েনি। তবে বিক্রয় মৌসুম রমজানের আগে বাজার আবারো ঊর্ধ্বমুখী হতে পারে। এ সময় সাধারণত কয়েকটি নিত্য ভোগ্যপণ্যের মধ্যে ভোজ্যতেলের দাম সবচেয়ে বেশি ওঠানামা করে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামে এস আলম গ্রুপের এস আলম সয়াবিন, টিকে গ্রুপের বে ফিশিং, এসএ গ্রুপের মুসকান ছাড়াও ঢাকার সিটি গ্রুপের সিটি অয়েল, মেঘনা গ্রুপের ফ্রেশ অয়েল মিল থেকে পাম, সয়াবিন ও সুপার পাম অয়েল সরবরাহ স্বাভাবিক। সরবরাহ স্বাভাবিক থাকায় দেশের বাজারে ভোজ্যতেলের দাম প্রায় এক মাস ধরে স্থিতিশীল।

তারা বলেন, কয়েক মাস আগেও পাইকারি বাজারে পাম অয়েল লেনদেন হয়েছিল মণপ্রতি ২ হাজার ৪৮০ থেকে ২ হাজার ৪৯০ টাকায়। গ্রীষ্ম মৌসুমে পণ্যটির চাহিদা বাড়ে বলে দামও বাড়ে। তবে এবার দাম তেমন একটা বাড়েনি। রোজার আগে থেকে টিসিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখলে দাম চলতি বছর সহনীয় পর্যায়ে রাখা সম্ভব।

সাম্প্রতিক মন্তব্য

Top