নাটোর-৪ আসনে মনোনয়ন যুদ্ধে বাবা-মেয়ের লড়াই
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর)। ।
নাটোর-৪ আসন থেকে এবার নৌকার মাঝি হতে চাইছেন বাবা ও মেয়ে। শুক্রবার (৯ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে স্বশরীরে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। নাটোর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এদিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন প্রক্রিয়ায় বাবার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আব্দুল কুদ্দুসের মেয়ে ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি। একই সঙ্গে বাবা ও মেয়ের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ আসনে ১৯৭৩ সালে প্রথম জাতীয় নির্বাচনে বড়াইগ্রামের রফিকউদ্দিন সরকার নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। দ্বিতীয় জাতীয় নির্বাচনে গুরুদাসপুরের আসনে অ্যাডভোকেট দিল মোহাম্মদ (বিএনপি), তৃতীয় ও চতুর্থ নির্বাচনে একই উপজেলার আবুল কাশেম সরকার (জাতীয় পার্টি), ষষ্ঠ নির্বাচনে বড়াইগ্রামের অধ্যক্ষ মো. একরামুল আলম (বিএনপি), অষ্টম নির্বাচনে গুরুদাসপুরের মোজাম্মেল হক (বিএনপি), পঞ্চম, সপ্তম, নবম ও ১০ম নির্বাচনে অধ্যাপক আবদুল কুদ্দুস (আওয়ামী লীগ) নির্বাচিত হন।
সাম্প্রতিক মন্তব্য