logo
news image

কলেজ ছাত্রকে বাঁচাতে সাহায্যের আবেদন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র ফিরোজ আলীকে (২২) বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
তিনি বিলমাড়িয়া ইউনিয়নের উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের দিনমজুর মো. আব্দুল কুদ্দুসের ছেলে। ঈশ্বরদী সরকারি কলেজের দর্শন বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী। বর্তমানে ভারতের পিয়ারলেস হাসপাতালে নিউরোসার্জন বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ২০২২ পাবনার আটঘরিয়ার টেবুনিয়া-চাটমোহর মহাসড়কে সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে আহত হন ফিরোজ আলী।
দুর্ঘটনার পর পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার কোন পরির্বতন না হলে চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার কোন উন্নতি না হলে গত ২৮ মে ভারতের কলকাতা পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ জুন জরুরী ভিত্তিতে অপারেশন করা হয়।
বর্তমানে পিয়ারলেস হাসপাতালে নিউরোসার্জন বিভাগের চিকিৎসাধীন আছেন।
ফিরোজ আলীর ইচ্ছে পড়াশোনার পাশাপাশি চাকরীর প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের হাল ধরে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনার অর্থের যোগানদাতা বাবাকে দিনমজুরের কাজ করতে দিবেন না। এমন হাজারো স্বপ্ন ছিল হয়তো তার মনে, হঠাৎ ভাগ্যাকাশে কালোমেঘের ঘনঘটা। স্বপ্নগুলো আজ আধরে ডুবে যাওয়ার পথে। হাসপাতালের বিছানায় হতাশায় দিন কাটাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ টাকা প্রয়োজন। দিনমজুর বাবার পক্ষে এতো টাকা চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। এজন্য ফিরোজ আলীর পরিবার ও বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ফিরোজ আলী। সাহায্য পাঠানোর ঠিকানা: ০১৭১৭৬২৫৮২৭ (বিকাশ/রকেট) যোগাযোগ: ০১৭৪৩৪০৯৯১১।

সাম্প্রতিক মন্তব্য

Top