logo
news image

মহানাম যজ্ঞানুষ্ঠান

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্ত্তন শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন ২০২২) বিকেলে উপজেলার বুধপাড়া কালিমাতা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (এডিআইজি) জয়দেব কুমার ভদ্র (বিপিএম)। 
মন্দির কমিটির সভাপতি ডা. মুকুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা (পিপিএম-বার), অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজীব প্রমুখ।
মন্দির সূত্রে জানা যায়, বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্ত্তন উৎসবের আয়োজন করা হয়েছে। ১৪-১৮ জুন চার দিন ব্যাপী অনুষ্ঠানে অধিবাস, মহানাম যজ্ঞানুষ্ঠান, লীলা কীর্ত্তন ও ভোগ মহোৎসব অনুষ্ঠিত হবে।
অধিবাস পরিবেশনায় কুঞ্জ সেবা রাজশাহীর বাঘার নিত্যানন্দ অধিকারী ও গীতা পাঠ সনাতন আত্মা দাস এবং ধর্ম সভা করবেন নাটোরের লালবাজারের শ্রী মৎ মৃণাল কান্তি দাস। মহানাম সূধা পরিবেশন করবেন, রাজবাড়ির শ্রী অদ্বৈত সম্প্রদায়, খুলনার অদি মা যশোদা সম্প্রদায়, নাটোরের রামকৃষ্ণ সম্প্রদায়, ঘাটচিলানের রামকৃষ্ণ সম্প্রাদায়, রংপুরের সোনার গৌর সম্প্রদায় ও সিরাজগঞ্জের গৌর মাধুরী সম্প্রদায়। লীলারস কীর্ত্তন পরিবেশন করবেন বগুড়ার শ্রী দুলাল মহন্ত, সাতক্ষীরার শ্রী রাজীব বিশ্বাস ও কুমারী আশালতা মন্ডল।
উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ভক্তরা অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে ক্ষুদ্র পরিসরে মন্দির প্রাঙ্গণে মেলা বসেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top