আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে আগুনে একটি বাড়ির তিনটি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শনিবার (১৯ মার্চ ২০২২) বিকেলে উপজেলার জোতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী জোতদৈবকী গ্রামের মৃত মমজেদ শেখের ছেলে মাইক্রোবাসের চালক জহুরুল ইসলাম বলেন, শনিবার বিকেলে তার ও ছোট ভাই রাজন ইসলামের তিনটি ঘরের সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। এ সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। ফায়ার সার্ভিসে খবর দিলে তার এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, বিকেল চারটার দিকে উপজেলার জোতদৈবকী গ্রামে একটি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রায় দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সাম্প্রতিক মন্তব্য