বড়াইগ্রামে করোনা টিকার ফ্রী রেজিষ্টেশন ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে করোনার টিকা ফ্রী রেজিষ্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সদর ইউনিয়নের উপলশহর বাজার এই কার্যক্রমের শুরু হয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এই কার্যক্রমের উদ্যেক্তা প্রভাষক আশরাফুল সিদ্দিকী বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে দেশের একজন নগণ্য ব্যাক্তি হিসেবে শনিবার ও রবিবার উপলশহর বাজার, সোমবার লক্ষীপুর গ্রামে এবং মঙ্গলবার মোল্লা বাজার সকাল ৯টা থকে দুপুর ২টা পর্যন্ত করোনার টিকা ফ্রী রেজিষ্টেশন করা হবে। রেজিষ্টেশ শেষে টিকা গ্রহনের কার্ড সরবরাহ করা হচ্ছে।
প্রভাষক আমিনুল হক মতিন বলেণ, লকডাউনে দোকার বন্ধ থাকায় সাধারণ মানুষ করোনার টিকার রেজিশেষ্টন করতে পারছিল না। আবার কম্পিটারের দোকানে রেজিষ্টেশন করতে খরচ হতো। স্বাস্থ্য বিধির ঝুকি হতো। এটি একটি ভাল উদ্যোগ। সাধারণ মানুষ খুব সহজেই রেজিষ্টেশন করছে এবং টিকার কার্ড গ্রহন করছে। সব কাজই হচ্ছে ফ্রীতে।
সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, এটি প্রশংসনীয় উদ্দ্যোগ। আমি আমার ইউনিয়নের যুব সমাজকে এ ধরনের কাজে এগিয়ে আশার আহ্বান করছি।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এই অদৃশ্য শক্তি মোকাবেলার যার যার মত করে সহযোগিতার প্রয়োজন।
সাম্প্রতিক মন্তব্য