লালপুরে নিজ গ্রামের সুরক্ষায় অক্সিজেন সিলিন্ডার ক্রয়
* আনোয়ারা ইমাম শেফালী * আলাউদ্দিন জালাল * মাজহারুল ইসলাম তিব্বত :
করোনা কালীন সময়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে নাটোরের লালপুরে নিজস্ব উদ্যোগে দুস্থ, অসহায় ও দরিদ্রদের জন্য অক্সিজেন সিলিন্ডার কেনা হয়েছে।
উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ভিলেজ ফাউন্ডেশনের অর্থায়নে ২২টি মহল্লার করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা প্রদানের জন্য ৬ টি অক্সিজেন সিলিন্ডার ৭৯ হাজার ৯৫০ টাকায় কিনে আনা হয়।
বৃহস্পতিবার (৮ জুলাই ২০২১) অক্সিজেন সিলিন্ডার সেবার উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মো. ইসমত হোসেন বলেন, ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ৬টি অক্সিজেন সিলিন্ডার কেনা হয়েছে। এর মাধ্যমে ২২টি মহল্লার দুস্থ অসহায় মানুষের মাঝে কোভিড আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। প্রয়োজনে আরো সিলিন্ডার কেনার ব্যবস্থা করা হবে।
ফাউন্ডেশন কার্যালয় চত্বরে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পরিচালক সাহিদুর রহমান শাহিন, পরিচালক আনিছুর রহমান, আবু আওয়াল হেনা, এমরান হোসেন, আব্দুল হান্নান, তাহানুর রহমান পটলসহ গ্রামের সাধারণ মানুষ।
গ্রামের দিনমজুর ইসাহক আলী বলেন, এই গ্রামের মানুষ আর অক্সিজেনের অভাবে মারা যাবে না। আমরা খুব আনন্দিত।
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত তিন হাজার ৬৮৫ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চার জনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য