লালপুরে করোনায় ২ জনের মৃত্যু আক্রান্ত ৫১ জন
আনোয়ারা ইমাম শেফালী :
নাটোরের লালপুরে করোনায় দুই জন মারা গেছেন। এন্টিজেন ও পিসিআর পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন জানান, বুধবার (৭ জুলাই ২০২১) করোনা উপসর্গ নিয়ে লালপুরের মোহাম্মদ মজিবর রহমান (৬৫) ও মো. খলিলুর রহমান (৬৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জনের এন্টিজেন পরীক্ষায় ১৬ জন ও রাজশাহী পিসিআর ল্যাবে ৭৮ জনের পরীক্ষায় ৩৫ জনের মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার করোনা উপসর্গ নিয়ে লালপুরের গৌরীপুর গ্রামের মোহাম্মদ মজিবুর রহমান (৬৫) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এবং কদিমচিলান গ্রামের মো. খলিলুর রহমান (৬৫) সন্ধ্যা ৬ টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও গ্রাম পুলিশ কাজ করছে। সারা উপজেলায় মাইকিং করে উদ্বুদ্ধ করা হচ্ছে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য- লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত তিন হাজার ৬৮৫ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চার জনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য