logo
news image

লালপুরে করোনা প্রতিরোধে প্রচারণা

প্রতিনিধি, নাটোর (লালপুর)
‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনা মুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এন্ড প্রোমোশন কার্যক্রমের স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের ৬৪ জেলার ১২৮ টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করতে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভ্যন প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারনা মূলক কার্যক্রম শুরু হয়েছে।
এই কর্মসূচির আওতায় শনিবার (১২ জুন ২০২১) নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জনসচেতনতা মূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন, লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম সাহাব উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুরুজ্জামান শামীমসহ চিকিৎসক, নার্স, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলার রামকৃষ্ণপুর (চিনির বটতলা) মোড়, লালপুর কলেজ মোড়, উপজেলা পরিষদ চত্বর, গোপালপুর বাজারসহ বিভিন্ন স্থানে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রম চালানো হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top