লালপুরে অ্যান্টিজেনের মাধ্যমে করনো পরীক্ষা
লালপুর (নাটোর) প্রতিনিধি।।
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম অ্যান্টিজেনের মাধ্যমে করনো শনাক্ত করণ পরীক্ষা করা হয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) মো. জাকির হোসেন জানান, শনিবার (২৪ এপ্রিল ২০২১) হাসপাতালে নয় জনের নমুনা পরীক্ষায় সকলের করোনা নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। রোগীদের তাৎক্ষণিক ফলাফল জানানো হলেও নমুনাগুলো রাজশাহী পিসিআর ল্যাবে পাঠানো হবে।
লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম সাহাব উদ্দীন বলেন, করোনা শনাক্তের জন্য দেশে এতদিন শুধু রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছিল। এখন সরকারি হাসপাতাল এবং সরকারি ল্যাবগুলোতে অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।
মানব শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট। আরটিপিসিআর টেস্টে শুধু সোয়াব দিয়ে করোনা শনাক্ত করা হতো এতদিন।
এই টেস্টের মূল্য অনেক কম এবং সময়ও অনেক কম লাগে। এটি করার জন্য কোনও দামি যন্ত্রপাতির প্রয়োজন নেই। একজন রোগীকে পরীক্ষার ১৫ মিনিটের মধ্যে বলে দেওয়া যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত দুই হাজার ৭৭০ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ১৬৭ জনের করোনা পজিটিভ এসেছে। একজনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য