logo
news image

লালপুর পুলিশের মাস্ক বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে কভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (২১ মার্চ ২০২১) সকাল সাড়ে ১০টায় নাটোরের লালপুর থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও লালপুর বাজারে জনসাধারণের মাঝে তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজার সভাপত্বি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী, পরিদর্শক (তদন্ত) মো. আবু সিদ্দিক, সহকারী পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, আব্দুল আলিম, জামাল হোসেন, আজিজুল হক, সোহেল রানা, হেমাদ্রী হালদার, মেসবাউল হক, হাসান তৌফিকুল ইসলাম, উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) রানা মিয়া, আকবর আলী, মাসুদ রানা, শাহ আলম, সেরাফত আলী, আব্দুর রাজ্জাকসহ পুলিশ, গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে তিন শতাধিক মানুষকে মাস্ক প্রদান করা হয়েছে। পর্যাক্রয়ে সারা উপজেলায় ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top