লালপুর উপজেলায় করোনা রোগী সনাক্ত
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলায় এই প্রথম একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। সে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিনের একজন কর্মী।
সোমবার (০৪ মে) সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, যে আক্রান্ত হয়েছে তার নাম মোশাররফ হোসেন পারভেজ(২৫), সে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিনের একজন কর্মী । গত ২ মে তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। সোমবার সন্ধ্যায় প্রাথমিক ভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমে করোনা পজেটিভ জানা গেছে। যেহেতু তার করোনা পজেটিভ এসেছে তাই আজ থেকে লালপুর হাসপাতালের টেলিমেডিসিন সেবা বন্ধ করা হয়েছে এবং আক্রান্ত ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে জানান, ‘লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিনের একজন কর্মী করোনা সনাক্ত হওয়ায় তাকে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং টেলিমেডিসিন সেবা বন্ধ রাখা হয়েছে। আমরা সরেজমিনে হাসপাতালে যাচ্ছি লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে তিনি জানান।
সাম্প্রতিক মন্তব্য