লালপুরে রিলিফ বিতরণে মনিটরিং
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে জিআর (জেনারেল রিলিফ) এর ১০ কেজি করে চাউল বিতরণ শুরু হয়েছে। সেই সাথে চাউল চুরি ঠেকাতে এবং সরকারি ত্রাণ সহায়তা সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা তা যাচাই বাছাইয়ের লক্ষ্যে নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে মনিটরিং করেছেন।
বুধবার (২৯ এপ্রিল ২০২০) সকালে উপজেলার ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদে তিনি উপস্থিত থেকে ইউনিয়নের ৩৪০জন অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন আহমেদ, নাটোর জেলা নির্বাহী প্রকৌশলী শরিফুল হক, ইউপ চেয়ারম্যান আনিসুর রহমান ও ইউপি সদস্যবৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য