বাউয়েটে মাসব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
নিজস্ব প্রতিবেদক, বাউয়েট, নাটোর। ।
রোববার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে বাউয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ‘স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
প্রধান অতিথি বলেন, ‘নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে।’
এ সময়ে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, সকল বিভাগের প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ। সিই, সিএসই এবং ইইই বিভাগের বিএসসি অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রথম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় প্রধানগণ দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাউয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. রুবেল বাশার।
সাম্প্রতিক মন্তব্য